পরীক্ষার মরসুম, ছাত্র ছাত্রীদের নানান সমস্যার মধ্যে মধ্যে অন্যতম একটি সমস্যা হল অনেকেই বলে, তারা সময়ের মধ্যে প্রশ্নপত্রের উত্তর শেষ করতে পারে না। তারা প্রশ্নের উত্তর শেষ করতে পারেনা তার কারণ কিন্তু এটা নয় যে তারা প্রশ্ন কমন পায় না। অধিকাংশ ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে শোনা যায় তারা সব প্রশ্ন কমন পেয়েছে কিন্তু তা সত্ত্বেও উত্তর শেষ করার আগেই তাদের পরীক্ষা শেষের ঘন্টা বেজে গেছে এবং তাদের পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হয়েছে। এরকম সমস্যা যদি আপনার বাড়ির ছেলেমেয়েরও হয়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্যই।
এক্ষেত্রে দেখা যায় যারা এই সমস্যার সম্মুখীন হয় তারা খুব মনোযোগ দিয়ে পড়ে কিন্তু তারা হয়ত সেইভাবে লেখার অভ্যাস করে না। হয়ত অনেকে আবার প্রতিদিন বাড়িতে লেখেও কিন্তু পরীক্ষার হলের মত সময় ধরে লেখে না। যে কারণে পরীক্ষার হলের সেই বাধা ধরা দু’ঘণ্টার মধ্যে সমস্ত জানা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে গিয়ে দু একটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি থেকে যায়।
এক্ষেত্রে যত নাম্বারের প্রশ্ন তার দ্বিগুণ সময়ের মধ্যে লেখা অভ্যাস কর। যদি বড় প্রশ্নটি ৫ নম্বরের হয় তাহলে চেষ্টা করো ১০-১২ মিনিটের মধ্যে উত্তর লিখে ফেলতে, mcq এর উত্তর চেষ্টা করো ৩০ সেকেন্ডের মধ্যে লিখতে আর এক নাম্বারের প্রশ্নের উত্তর চেষ্টা করো এক মিনিটের মধ্যে লিখতে। এভাবে বাড়িতে ঘড়ি ধরে ধরে যদি দ্রুত লেখার চেষ্টা করো প্রতিদিন তাহলে অবশ্যই পরীক্ষার হলে বসে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সময়ের শেষ করতে পারবে।