এমন অনেক ছাত্র ছাত্রী থাকে যারা বলে তারা রাত জেগে অনেকক্ষণ পড়ে কিন্তু কিছুতেই তাদের পড়া মনে থাকে না। এরকম সমস্যা আমরা প্রায়শই শুনে থাকি, এই সমস্যা শুনে অনেকেই ভাবেন যে ছাত্র-ছাত্রীটি হয়ত ফাঁকিবাজ, এই সমস্যা যদি তোমারও হয়ে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটা মন দিয়ে পড়ো, এই প্রতিবেদনে লেখা উপায়গুলো মেনে চললে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে।
কিভাবে মনে রাখবে?
- একদিন ভোরে উঠে যেটা মনে থাকে না সেরকম একটি অংশ জোরে জোরে রিডিং পড়ো
- এবার বই দেখে দেখে সেই অংশটা খাতাতে লেখো
- এরপর খাতাটা উল্টে না দেখে আরেকবার উত্তরটা লেখ
- যে উত্তরটা না দেখে লিখলে সেটার সাথে বই বা তোমার লেখাটা মেলাও
- যেখানে যেখানে ভুল আন্ডারলাইন কর আবার পড়ো
এরপর আরেকবার খাতাতে উত্তরটা লেখো
এইটা যদি করো, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি এইভাবে নিজের অভ্যেস তৈরি করতে থাকো তাহলে দেখবে পড়াটা ধীরে ধীরে তোমার আত্মস্থ হয়ে যাবে এবং তুমি চাইলেও সেই পড়াটা আর ভুলতে পারবে না। একবার করেই দেখনা হাতেনাতে ফল পাবে।