বর্তমানে সরকারি কর্মচারীদের আলোচনার বিষয় হল ডি এ অর্থাৎ মহার্ঘভাতা। দীর্ঘ দশ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত নতুন পে কমিশন গঠন করা হয়নি। যে কারণে ২০২৪ সাল শেষ হওয়ার আগে অষ্টম বেতন পে কমিশন গঠনের দাবি জানাচ্ছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এই পে কমিশন নিয়ে নভেম্বরে বৈঠক হওয়ার কথা হলেও তা হয়নি। এইবার এই বৈঠক হওয়া নিয়েই একটি বড়সড় কথা শোনা যাচ্ছে।
নতুন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে সরকারি কর্মীদের ইউনিয়নগুলি প্রশ্ন করে? এই নিয়ে নভেম্বর মাসে এই একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত পরবর্তীকালে সেটি পিছিয়ে যায়। এই বৈঠকটি ডিসেম্বরে হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মীর সঙ্গে পেনশন ভোগীরা অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় আছেন। এটি বাস্তবায়ন হলে কর্মচারীদের মূল বেতন ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ বাড়বে।
ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রধান হল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়া আরও অনেক আমলা, সরকারি কর্মী, ইউনিয়নগুলির নেতারাও এর সদস্য হিসেবে রয়েছেন। জানা যাচ্ছে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিবের সম্প্রতি বদল হওয়ার জন্যই নভেম্বর মাসে ঠিক হওয়া জে সি এম বৈঠক হয়নি। যাইহোক ডিসেম্বরেও কি শেষমেষ এই বৈঠক হয়ে উঠবে সেই দিকেই নজর রেখেছেন সকলে।
অষ্টম বেতন কমিশন নিয়ে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে প্রশ্ন করা হয়েছিল, সেই সময় রাজ্যসভায় প্রশ্ন করা হয় সরকার নতুন বেতন কমিশনের কথা ঘোষণা করার কথা ভাবছে কিনা? এর উত্তরে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোন প্রস্তাব বিবেচনাধীন নেই। এতে অনেক মানুষের মোহ ভঙ্গ হয়েছিল সেকথা বলাই বাহুল্য।